মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব 'হোলি উৎসব' আজ পালিত হচ্ছে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা বা 'হোলি উৎসব' অনুষ্ঠিত হয়।
আজ সকাল থেকেই নারী-পুরুষ,শিশু কিশোর-কিশোরী মিলেমিশে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়েছেন। দোল পূর্ণিমায় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি অনেক আগে থেকেই চলে আসছে।
উপজেলার হিংগাজিয়া চা-বাগান, আদমপুর,হলিছড়া,লুহাইনি চা-বাগান ঘুরে দেখা যায়, রাস্তায় রাস্তায়,ঘরে বারিরে রঙ খেলায় মেতে উঠেছেন সব বয়সী মানুষ। লাল,হলুদ,নীল বিভিন্ন জাতের রঙ একে অপরকে মাখামাখি করছেন।
জানা যায়,হোলি উৎসবকে কেন্দ্র করে সব চা-বাগানের শ্রমিকদের দেওয়া হয়েছে বোনাস। যাতে আনন্দের সহিত পার করতে পারে এই হোলি উৎসব। বাগান ছুটিও দেওয়া হয়েছে ৩ দিনের। তবে এই উৎসব ৩-১৬ দিন প্রজন্ত চলে থাকে।