Ads1

শীতের সকালে কাদা মাখামাখি করলেন নায়িকা অপু বিশ্বাস

শীতের সকালে কাদা মাখামাখি করলেন নায়িকা অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক:: শীতের সকালে অনেকে যখন গোসলই করতে ভয় পায় তখন কিনা খুব ভোরে কাদাপানিতে মেতে উঠলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক জয় চৌধুরী। দুজন মিলে শিশুদের সঙ্গে কাদাপানিতে মাখামাখি করলেন।

‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে এই শীতের মধ্যে কাদাপানিতে নামতে হলো তাদের। সিনেমার একটি গানের দৃশ্যে  দুজন (২১ ডিসেম্বর) এভাবেই রাজধানীর ৩০০ ফিটের পাশে শুটিং করেন । গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’


জাফলং নিউজ/ডেস্ক