বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের শিমুলতলায় টাওয়ার ছাত্রাবাসে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ৫ জন শিক্ষার্থীদের (শেষ বর্ষ) বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে সবার দৃষ্টি কাড়ে কুইজ কুইজ প্রতিযোগিতা। কুইজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ৫ম পর্বের সিয়াম খলিল, সজীব হাসান,শাহিন মিয়া,ওয়াসিম আকরাম,সাকিব এবং অপু পাল। এরই মধ্যে সবার কাছে এই কুইজ প্রতিযোগিতাটি জন্যে বাহবা পাচ্ছেন তারা।
প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন ১ম পর্বের শাহরিয়ার পারভেজ
২য় মোঃ মাহাবুর ইসলাম
৩য় মিলন চন্দ্র সরকার।
★ছবি ১ঃ শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা।ছবি ২ঃ মনোযোগ দিয়ে উত্তর দিচ্ছেন অংশগ্রহণকারিরা।
ছবি ৩ঃ সময় যতো ঘনিয়ে যাচ্ছে, দেখে মনে হয়েছে তাদের মধ্যে চিন্তা বেড়েই যাচ্ছে।
ছবি ৩ঃ গভীর মনোযোগ দিয়ে উত্তর দিচ্ছেন কাইফ নামের একজন প্রতিযোগি।
ছবি ৪ঃ শেষ সময়ে প্রতিযোগিদের মনোযোগ।
ছবি ৫ঃ অংশগ্রহণকারিরা যাতে দেখাদেখি না করতে পারে এর জন্য ৫ম এবং ৭ম পর্বের শিক্ষার্থীরা গার্ড দিচ্ছেন।
জাফলং নিউজ/ডেস্ক/এস