Ads1

কবিতা: মা আসছেন

কবিতা: মা আসছেন


মা আসছেন


মা গো তুমি আসছো এবার

ঘোড়ায় চড়ে মর্থে,

সবার মনে রং লেগেছে

নতুন সাজে সাজতে।


সবাই যেন দুঃখ ভুলে

দুঃখ ভুলে শত্রু হয় আপন।

সব ভক্তই মায়ের কোলে

পায় যে স্নেহের বাধন।


তোমার সাথে আসছে গো মা

কার্তিক গণেশলক্ষী ও সরস্বতী,

জগতটাকে শান্তি দিতে

তোমার কাছে ভক্তি।


ষষ্ঠীতে আগমনি

সপ্তমিতে সন্ধা আরতি,

অষ্টমিতে ভোগ প্রসাদ

বিজয়া দশমিতে মন বিস্বাদ।


জয় মা দুর্গা দুর্গোতি নাশিনি,

"আসছে বছর আবার হবে

বাজবে যে ডাক আবারও তালে তালে"।


লেখক : মান্না দাস

রাজনগর সরকারি কলেজ

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 

বিএসএস (সম্মান)

২য় বর্ষ


জাফলং নিউজ/ডেস্ক /এস