Ads1

কচুফুল, যা বর্ষায় ফুটে (Caladium)


ষড়ঋতুর মধ্যে বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে বর্ষাকাল সবচেয়ে আকর্ষণীয়।বর্ষা এই বাংলাদেশকে আপন করে বিলিয়ে দেয় এবং এর বাহারি ফুলের সৌন্দর্য আমাদেরকে করে তোলে সম্পদশালী, শ্রীমতি। 

ঠিক তেমনই একটি ফুল কচুফুল, যা বর্ষায় ফুটে ওঠা (caladium) ।বাহারিকচু বা পাতাবাহার কচুর ফুল বলা হয়ে থাকে। হরেক রং দিয়ে প্রকৃতির সেজে ওঠার ছোট্ট একটি দৃশ্য। ঋতুরানী বর্ষার আগমনের অপেক্ষায় থাকে অনেকেই। মানুষের মতো প্রকৃতিও ঋতুরানী বর্ষার আগমনের অপেক্ষা করে।

বর্ষার যে ফুলগুলো আমাদের দৃষ্টিকে সচকিত করে তাহলোঃ কেয়া, কদম, শাপলা, পদ্ম, ঘাসফুল, পানাফুল, কলাবতী, কলমী ফুল, কচুফুল, ঝিঙেফুল, কুমড়াফুল, হেলেঞ্চাফুল, নলখাগড়া, ফণীমনসা, উলটকম্বল, কেওড়া, কেশরদাম, পানি মরিচ, পাতা শেওলা, কাঁচকলা, পাটফুল, বনতুলসী, গোলপাতা, শিয়ালকাটা, কেন্দার এবং এছাড়া নানা রঙের অর্কিড।

এসব ফুলে ফুলে ঘুরে বেড়ায় নানান রকমের ফড়িং। এসব ফড়িং এর আনাগুনা প্রকৃতিকে করে তোলে আরো সৌন্দর্যময়।

ছবিটি সম্প্রতি বাগেরহাটের রামপাল উপজেলার একটি বসতবাড়ি থেকে তোলা।


ছবিঃ রিম্পা মন্ডল